বিশ্বজমিন

জাতিসংঘে আজ জলবায়ু সম্মেলন

বিশ্বনেতারা থাকলেও থাকছেন না ট্রাম্প

মানবজমিন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

আজ সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের জলবায়ু সম্পর্কিত ‘ক্লাইমেট সামিট’ শুরু হচ্ছে। এতে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা নিউ ইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে যেখানে এই সম্মেলন হতে যাচ্ছে সেখান থেকে ‘ওয়াকিং ডিসট্যান্সের’ (হেঁটে যাওয়ার মতো দূরত্ব) মধ্যে থাকার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। তা সত্ত্বেও তিনি এতে যোগ দিচ্ছেন না। তার দেশের হয়ে এতে যোগ দিচ্ছেন একজন জুনিয়র কর্মকর্তা। তিনি হলেন সমুদ্র ও আন্তর্জাতিক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট মার্সিয়া বার্নিকাট। এই সম্মেলনে মার্সিয়া বার্নিকাটের যোগ দেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ওয়াশিংটন থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সংগঠনগুলোর কর্মপরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এই প্রশাসন এসব বৈঠককে কর্মহীন উদ্যোহ হিসেবে উপহাস করে থাকে। ক্ষমতায় আসার পর পরই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ চুক্তিকে তিনি কর্মক্ষেত্রের জন্য অন্যায্য বলে অভিহিত করেন। ওদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার আগে জাতিসংঘের নেতাদের প্রতি মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ অনুরোধ জানিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন বৈশ্বিক উষ্ণতা যেন ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে না যায় সে জন্য ব্যবস্থা নিতে। তবে এরই মধ্যে এই মাত্রা অতিক্রম করার পথে তাপমাত্রা। বৈশ্বিক একটি কমিশন সম্প্রতি রিপোর্ট দিয়ে সতর্ক করেছে। তারা বলেছে, জলবায়ুর পরিবর্তন উন্নয়নশীল বিশ্বে কমপক্ষে ১০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status