শেষের পাতা

সাদা পোশাকে গ্রেপ্তার আতঙ্ক

নিরাপত্তা চেয়ে সিলেটে ৫৬ সাংবাদিকের জিডি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৯:৩৮ পূর্বাহ্ন

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন সিলেটের টেলিভিশন মিডিয়ার ৫৬ জন সাংবাদিক। গতকাল দুপুরে কোতোয়ালি থানায় তারা এ জিডি করেন। সাদা পোশাকে এক সাংবাদিককে আটক এবং অস্বীকারের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা এ জিডি করেছেন। টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ দাবি করেছেন- কোতোয়ালি থানা পুলিশ প্রথমে জিডি নিতে রাজি হয়নি। প্রায় এক ঘণ্টা দেন-দরবারের পর পুলিশ জিডি নেয়। ইমজার নেতৃবৃন্দ জিডিতে উল্লেখ করে বলেন- সাদা পোশাকে কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের নির্দেশকে অমান্য করে গত বৃহস্পতিবার রাতে এনটিভির সিলেট ব্যুরো প্রধান ও আইনজীবী ময়নুল হক বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথমে স্বীকার করেনি পুলিশ। তারা বলেন- সাংবাদিককে সাদা পোশাকে গ্রেপ্তারের পর স্বীকার না করার বিষয়টি আমাদেরকে শঙ্কিত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে যে কারো ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটাতে পারে পুলিশ। এজন্য নিরাপত্তা চেয়ে আমরা জিডি করেছি।’ কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানিয়েছেন- সাংবাদিকরা জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। তাদের জিডি গ্রহণ করা হয়েছে। বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট ব্যুরো প্রধান ও আইনজীবী মইনুল হক বুলবুলকে গত বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলা থেকে সাদা পোশাকে গ্রেপ্তার করে পুলিশ। কানাইঘাট থানায় একটি প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status