খেলা

‘স্নেহময়ী’ আরেক নারীকে খুঁজে পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

‘স্নেহময়ী’ তিন নারীর আরো একজনকে খুঁজে পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার ইতালিয়ান সিরি আ ফুটবল আসরে হেলাস ভেরোনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে এক গোল করেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। পরে রোনালদো পান তার স্মৃতিবিজরিত স্নেহময়ী আরেক নারীর খোঁজ।
ছেলেবেলায় ম্যাকডোনাল্ডসের একটি দোকানের সামনে রাতে বসে থাকতেন ক্ষুধার্ত ক্রিস্টিয়ানো রোনালদো এবং তাঁর সঙ্গী কিশোর ফুটবলাররা, বিক্রি না হওয়া বার্গার পাওয়ার আশায়। ম্যাকডোনাল্ডসের তিন নারী কর্মী দয়াপরবশ হয়ে রোনালদোদের খেতে দিতেন। কিছুদিন আগে ইংলিশ টেলিভিশন ‘আইটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে সেই নারীদের সন্ধান চেয়েছিলেন পর্তুগিজ তারকা। এরপর পলা লেকা নামে এক নারীর সন্ধান মেলে। এবার মিললো আরেকজনের পরিচয়। সাক্ষাৎকারে এ নারীর নাম এডনা বলে উল্লেখ করেছিলেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার বলেছিলেন, সেই তিন নারীর সন্ধান পাওয়া গেলে লিসবন কিংবা তুরিনে তাদের ডিনার করাবেন। এদিকে পর্তুগিজ খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ‘রেকর্ড’-এ নিজের পরিচয় দিয়েছেন এডনা। তাঁর নাম এডনা কারিনা এমানুয়েল কালদাস। রোনালদো তাকে খুঁজছেন, এ কথা জেনে শিহরিত ৩৬ বছর বয়সী এ নারী। এডনা বলেন, ‘খুব খুশি লাগছে। সে কত বিনয়ী তা এর মধ্য দিয়ে বোঝা যায়। আমি এমন কেউ না যে তার মতো একজন আমাকে মনে রাখবে। এত বছর পরেও সে আমাকে মনে রাখবে তা ভাবতে পারিনি। এটা প্রমাণ করে দেয় সে কতটা ভালো মানুষ এবং জীবনের কত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় সে মনে রাখে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, রোনালদোর ছেলেবেলায় তার সঙ্গে বন্ধুত্বও হয়েছিল বলে দাবি করেন এডনা। জুভেন্টাস ফরোয়ার্ডের সঙ্গে তখন নাকি একবার কফিও খেতে গিয়েছিলেন। এর আগে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেনাসেনসা’ খুঁজে পায় পলা লেকাকে। রোনালদোর সেসব দিন নিয়ে পলা বলেন, ‘ওরা দোকানের কাউন্টারের সামনে ভিড় জমাতো। অতিরিক্ত বার্গার আছে কি না জানতে চাইতো। আমরা তখন দোকানের ম্যানেজারের অনুমতি নিয়ে অবিক্রীত বার্গারগুলো দিয়ে দিতাম। ছেলেদের মধ্যে একজন ছিল রোনালদো। ও ছিল সবার মধ্যে রোগাপটকা । প্রায় প্রতি রাতেই এ ঘটনা ঘটতো।’ চলতি সিরি আ আসরে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গত টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আসরে এটি রোনালদোর দ্বিতীয় গোল। পাঁচ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সাসুওলোর ইতালিয়ান ফরোয়ার্ড দোমেনিকা বেরারদি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status