বাংলারজমিন

৯ বছর আগে নিখোঁজ তরুণীকে বাবা-মায়ের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:২২ পূর্বাহ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এক তরুণী প্রতারণার মাধ্যমে ৯ বছর আগে নিখোঁজের পর নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে অবশেষে তার বাবা-মাকে ফিরে পেয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক তন্ময় দাসের উপস্থিতিতে তাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিখোঁজের পর নানা চড়াই উৎরাই পেরিয়ে যাদের আশ্রয়ে সে বেড়ে ওঠে সেই পালক বাবা, মা এবং চট্টগ্রামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শূন্যের চরের সূর্যমুখী আসকা বাজার এলাকার মৎস্যজীবী মো. আবুল কাসেমের মেয়ে শিরিন আক্তার সেলিনা (১৯)। ৯ বছর আগে সুবর্ণচরে তার নানার বাড়িতে বেড়াতে যায় শিরিন। এ সময় তার বাবা আবুল কাশেম সাগরে মাছ ধরতে গেলে জলদস্যুরা তাকে অপহরণ করে। ৪ দিন পর আবুল কাশেমকে ছেড়ে দেয় জলদস্যুরা।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status