বাংলারজমিন

বিকেএমইএ’র নির্বাচনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:১২ পূর্বাহ্ন

গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ (২০১৯-২০২১) নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ২৭ পদের বিপরীতে বিকেএমইএ’র বর্তমান সভাপতি এ.কে.এম সেলিম ওসমান এমপির নেতৃত্বাধীন সম্মিলিত নীট ফোরামের বাইরে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন এমপি সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল। গতকাল নারায়ণগঞ্জ অঞ্চল থেকে এ.কে.এম সেলিম ওসমান এমপির নেতৃত্বে মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, জি এম ফারুক, মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নাসিমুল তারেক মঈন,  রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, মজিবুর রহমান, ঢাকা অঞ্চল থেকে মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, অমল পোদ্দার, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া, ইমরান কাদের তুর্য, এবং  চট্রগ্রাম অঞ্চল গাওহার সিরাজ জামিল, রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরীসহ ২৭ পদে মোট ২৭ জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র ক্রয় করা বাকি ৩ জন আতাউর রহমান, জাকারিয়া ওয়াহিদ, আল আমিন তাদের পক্ষে মনোনয়ন জমা দেননি। আগামী ২৪শে সেপ্টেম্বর ওই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন নির্বাচন বোর্ড। উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর থেকে মনোনয়পত্র বিতরণ শুরু হয়। কিন্তু ২০শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো শিল্প মালিক মনোনয়নপত্র ক্রয় করেননি। শনিবার ২১শে সেপ্টেম্বর এ.কে.এম সেলিম ওসমান ওসমানের নেতৃত্বে শিল্প মালিকদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে ১৫ জন, ঢাকা থেকে ৭ জন এবং চট্টগ্রাম থেকে ৫ জন এবং ৩ জন ব্যক্তিগত সহ মোট ৩০ জন শিল্পমালিক তাদের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status