বিনোদন

‘মিসেস বাংলাদেশ’ হলেন অবনি

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:০২ পূর্বাহ্ন

প্রথম ও দ্বিতীয় রানার আপের মাঝে ‘মিসেস বাংলাদেশ’ অবনি

রাজধানীর গুলশান ক্লাবে শনিবার সন্ধ্যায় হয়ে গেল বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিজয় মুকুট মাথায় পরেছেন মুনজারিন অবনি। সেরা দশের অন্য প্রতিযোগীদের মধ্যে প্রথম রানার আপ রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাটি সিদ্দিকী। চ্যাম্পিয়ন হওয়া অবনি আগামী নভেম্বরে আমেরিকার মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আবদুল লতিফ বলেন, বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন। এই প্রতিযোগিতায় শুরু থেকে অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ও পরিচালক শহীদুল আলম
সাচ্চু, বিউটি এক্সপার্ট সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, মডেল কোরিওগ্রাফার লামিয়া আলম, আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা, ইভেন্ট ডিরেক্টর কৃষান ভূইয়া, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নিমা এহসান, পিয়াল হোসেন, অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, উপস্থাপিকা ইসরাত পায়েল, ইউথ বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, ড্যান্স ডিরেক্টর এমডি ফারুক, বিশিষ্ট নারী উদ্যোক্তা আইরিন ইসলাম, উপস্থাপক জুলহাজ জোবাইয়ের, মডেল অভিনেতা অন্তু করিম প্রমুখ।





 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status