বাংলারজমিন

সিলেট চেম্বার নির্বাচন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চমক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৭:২৭ পূর্বাহ্ন

সিলেট চেম্বার নির্বাচনে চমক দেখালো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ২১টি পরিচালক পদের মধ্যে ১৩ টিতেই তারা জয়লাভ করে চমক দেখিয়েছে। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী অর্ডিনারি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন হুমায়ূন আহমদ (৯০৪ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৮৬২ ভোট), মুশফিক জায়গীরদার (৮২৭ ভোট), এহতেশামুল হক চৌধুরী (৮২৭ ভোট), ফালাহ উদ্দিন আলী আহমদ (৭৮৯ ভোট), মো. সাহিদুর রহমান (৭৫৭ ভোট), মো. আবদুর রহমান জামিল (৭৪৪ ভোট), মো. নজরুল ইসলাম বাবুল (৬৮৮ ভোট), আবু তাহের মো. শোয়েব (৬৭৭ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৬৭২ ভোট), ফখর উস সালেহীন নাহিয়ান (৬৬৮ ভোট) ও মো. মামুন কিবরিয়া সুমন (৬৬৬ ভোট)। এসোসিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেল। তারা হলেন মো. এমদাদ হোসেন (৭৭৯ ভোট), মাসুদ আহমদ চৌধুরী মাকুম (৭২৯ ভোট), মো. আতিক হোসেন (৬২২ ভোট), চন্দন সাহা (৬১৬ ভোট), পিন্টু চক্রবর্তী (৫৭৫ ভোট) ও আবদুর রহমান (৫৪৭ ভোট)। ট্রেড গ্রুপ শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের বিজয়ীরা হলেন তাহমিন আহমদ (৬ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬ ভোট), আমিনুজ্জামান জুয়াহির (৬ ভোট)। আর টাউন এসোসিয়েশন শ্রেণিতে অন্য কোনো প্রার্থী না থাকায় শমসের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। এবারের নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে বেশি পরিচালক বিজয়ী হলেও প্যানেল ভোটে বিজয়ী হয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। নির্বাচিত ২১টি পরিচালক পদের মধ্যে ১৩ জনই নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে, আর বাকি ৮ জন বিজয়ী হয়েছেন সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে। এদিকে নির্বাচনে সহযোগিতা করায় সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ ও নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status