শিক্ষাঙ্গন

স্টামফোর্ডে অনুসন্ধানী সাংবাদিকতার গল্প আড্ডা

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুসন্ধানী সাংবাদিকতার গল্প আড্ডা। শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এই প্রোগ্রামের আয়োজন করে। এতে অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানের মূল অতিথি দেশের আলোচিত অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু। অনুষ্ঠানে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক অনুসন্ধানী সাংবাদিক, বর্তমানে হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্ক এর বাংলাদেশ প্রধান বদরুদ্দোজা বাবু বলেন, সাংবাদিকদের পাঠক কিংবা দর্শকের কাছে সব সময় নতুন কিছু নিয়ে হাজির হতে হয়। আর এই নতুন তথ্য বের করার জন্য দরকার অনুসন্ধান। তিনি বলেন, ডে ইভেন্ট কেউ না কেউ আপনাকে তথ্য দিচ্ছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতায় আপনাকে কেউ তথ্য দিবে না, আপনাকে খুজেঁ বের করতে হবে। এখানেই বেসিক পার্থক্য অনুসন্ধানী সাংবাদিকতা আর অন্য সাংবাদিকতার মধ্যে। বদরুদ্দোজা বাবু বলেন, ‘বাংলাদেশে যেটা হচ্ছে, দশ বছর পর ডে ইভেন্টের সাংবাদিকতা থাকবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কারণ মুহূর্তের তথ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান গুলো তাদের তথ্যও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। সাংবাদিকতা এভাবে হুমকির মুখে পড়েছে। ফলে পৃথিবী ব্যাপি সংবাদকর্মীরা এখন অনুসন্ধানী সাংবাদিকতার দিকে ঝুকঁছে। সত্যিকারের সাংবাদিকতায় অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই।’ এ সময় তিনি নিজের অভিজ্ঞতার আলোকে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরেন। অনুসন্ধানী সাংবাদিকতার গল্প আড্ডায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো কনভেনর সৈয়দ আক্তার জাহান, তপন মাহমুদ লিমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম। উপস্থাপনা করেন ফোরামের অর্থ সম্পাদক হাসান ওয়ালী। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাছরাঙ্গা টেলিভিশনের নিউজ রুম এডিটর জাহিদুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের রিপোর্টার ফরহাদ উজ্জামান, চ্যানেল ২৪ এর রিপোর্টার তানভীর আহমেদ, মানবজমিনের রিপোর্টার ওমর ফারুক, ফোরামের সাধারন সম্পাদক সানমুন আহমেদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status