বাংলারজমিন

সুনামগঞ্জ সদর হাসপাতাল দুর্নীতির স্বর্গরাজ্য

সুনামগঞ্জ প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৭:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সদর হাসপাতাল দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সিভিল সার্জন ডা. আশুতোষের নেতৃত্বে হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতির সঙ্গে জড়িত অনেকেই এখন হতদরিদ্র থেকে কোটি কোটি টাকার মালিক। গতকাল সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনে এমনই বক্তব্য তুলে ধরেন সদর হাসপাতাল দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটি। ‘মানুষ বাঁচাও, দুর্নীতি বন্ধ কর ও স্বাস্থ্য সেবা নিশ্চিত কর’- এ স্লোগানে পুরাতন শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনাতনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক এনামুজ্জামান বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে যেমন ডাক্তার, নার্সসহ বিভিন্ন পদে লোক সংকট, তেমনি দুর্নীতিতে সক্রিয় রয়েছে হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তারা। হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের অনেক কর্মচারীর পরিবারে নুন আনতে পান্তা ফুরাত। সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতালে চাকরি পাওয়ার পর এসব কর্মচারীরা কোটি কোটি টাকার মালিক। শহরে নামে-বেনামে রয়েছে জায়গা। অনেকে ভবন নির্মাণ করে ব্যবসা করছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, এ পর্যন্ত দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটি, আইনজীবী সংগঠন, নাগরিক কমিটি, মুক্তিযোদ্ধার সন্তান ও কমান্ড দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িতরা বহাল তবিয়তে রয়েছে। তাদের বিরুদ্ধে কোনো কিছুই হয়নি। অথচ সদর হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে গত ২২শে আগস্ট সদর মডেল থানা একটি অভিযোগ করেছেন সিভিল সার্জন। আহ্বায়ক এনামুজ্জামান বলেন, আন্দোলনকারীরা সন্ত্রাসী নয়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আন্দোলন থামাতে অপকৌশল অবলম্বন করছে দুর্নীতিবাজ সিন্ডিকেট। সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালের কর্মচারীরা বছরের পর বছর একই কর্মস্থলে থেকে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। অবিলম্বে সুনামগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানবৃদ্ধি ও দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও অন্দোলন কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জাসদ নেতা অ্যাডভোকেট রুহুল তুহিন, মুক্তিযোদ্ধার সন্তান কমিটির ইয়াকুব বখত বহলুল, সাবেক পিপি খায়রুল কবির রুমেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status