শেষের পাতা

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৫০৮ জন

স্টাফ রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা কখনও বাড়ছে কখনও কমছে। তবে রাজধানী ঢাকার চেয়ে ঢাকার বাইরে এখনও প্রতিদিন নতুন রোগী বেশি ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৯১ জন। রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ১৬৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৪৩ জন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ৪০, মিটফোর্ডে ৩৩, ঢাকা শিশু হাসপাতালে ৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৮, বিএসএমএমইউতে ১০, পুলিশ হাসপাতালে ৪, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪, সম্মিলিত সামরিক হাসপাতাল ৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ১৩১ জন ভর্তি হয়েছে। বেসরকারি অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ৩৪ জনসহ ঢাকা শহরে সর্বমোট ১৬৫ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ৩৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ৭৫, চট্টগ্রাম বিভাগে ৩৪, খুলনায় ১৪৬, রংপুরে ৩, রাজশাহীতে ৩০, বরিশালে ৪২, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯৮৯ জন। ভর্তি রোগীদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৬২৮ জন। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৮১০ জন, ঢাকার বাইরে ৩৬ হাজার ৮১৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৯০২ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৫৬ জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কয়েকগুণ বেশি। এবছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে ২০৩ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status