বাংলারজমিন

ইবিতে বদ্ধ রুমে ৯ ঘণ্টা পরীক্ষা শিক্ষককে অব্যাহতি

ইবি প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ৮:১৭ পূর্বাহ্ন

বদ্ধ রুমে নিয়ম বহির্ভূতভাবে টানা ৯ ঘণ্টা পরীক্ষা গ্রহণ করায় এক শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। আইন বিভাগের সান্ধ্যকালীন এক শিক্ষার্থীর বাদ পড়া তিনটি পরীক্ষা একত্রে নেয়ার অভিযোগ এনেছেন ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় সভাপতি। এতে ওই শিক্ষককে অ্যাকাডেমিক সকল কার্যক্রম থেকে ওএসডি করে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষক হলেন ইবি’র আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু। গত বুধবার আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ৩য় সেমিস্টারের এক শিক্ষার্থীকে বদ্ধ রুমে পরীক্ষা নেন ওই শিক্ষক। ওই শিক্ষার্থীর বাদ পড়া ২য় সেমিস্টারের তিনটি কোর্সের পরীক্ষা একত্রে গ্রহন করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্মণ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেন। পরে তিনি বদ্ধ রুমে পরীক্ষা দেয়া, তিনটি কোর্সের প্রশ্ন ও উত্তরপত্র, নকল এবং স্মার্ট ফোন জব্দ করে প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।

একই বিষয়ে বিভাগী সভাপতি ড. নূরুন নাহারও লিখিতভাবে জানান প্রশাসনকে। এতে ওই শিক্ষককে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম  এবং সান্ধ্যকালীন কোর্স থেকে অব্যাহতি প্রদান করেছে কর্তৃপক্ষ। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না মর্মে কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status