বিনোদন

২২ বছরের পুরনো মামলায় কারিশমা

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৫:৩৩ পূর্বাহ্ন

অভিনেত্রী কারিশমা কাপুরকে ‘অপ্রয়োজনে ট্রেনের শেকল টানার অপরাধে’ দুই দশকেরও পুরনো একটি মামলায় অভিযুক্ত করেছেন ভারতের একটি আদালত। এ মামলায় তারসঙ্গে আরও আছেন সানি দেওল। ১৯৯৭ সালে সানি দেওল ও কারিশমা কাপুর ভারতের আজমীর জেলার ফুলেরার কাছে সংবর্দা গ্রামে ‘বজরঙ’ সিনেমার শুটিং করছিলেন। তখন একবার ট্রেনের শেকল টানার অপরাধে ২২ বছর পরও মামলার ভূত পেছন ছাড়েনি তাদের।  জানা যায়, শুটিংয়ের সময় ট্রেনের শেকল টানার কারণে উক্ত ট্রেনটি যাত্রাপথে ২৫ মিনিট পিছিয়ে পড়ে। এতেই চটেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সিনেমার কলা-কুশলীদের নামে মামলা ঠুকে দেন তারা। সানি দেওল ও কারিশমা কাপুরসহ সিনেমা সংশ্লিষ্ট আরও কয়েকজন রয়েছেন এই মামলায় অভিযুক্তদের তালিকায়।  সানি দেওল ও কারিশমার আইনজীবী জানান, ২০০৯ সালে প্রথম এই অভিযোগের শুনানি হয়। ২০১০’র এপ্রিলে তারা সেশন কোর্টে অভিযোগকে চ্যালেঞ্জ করেন। সেশন কোর্ট তাদেরকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। কিন্তু ১৭ সেপ্টেম্বরে রেলওয়ে আদালত আবারও এই দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর অভিযোগটির শুনানি হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status