বাংলারজমিন

মানিকগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ অব্যাহত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:০৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ৭ উপজেলা ও দুটি পৌরসভায় বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, আহ্বায়ক কমিটির  সদস্য অ্যাডভোকেট মোখসেদুর রহমান, আবদুল বাতেন মিয়া, এসএমএম ইকবাল হোসেন, নাসির উদ্দিন আহমেদ যাদু, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, সিরাজুল ইসলাম, রফিক উদ্দিন ভুঁইয়া হাবু। এ ছাড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম রফি অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান পাভেল প্রমুখ। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্য সচিব এসএ কবীর জিন্নাহসহ গুটিকয়েক নেতা স্বেচ্ছাচারী কায়দায় কমিটিগুলো ঘোষণার পর থেকে জেলা বিএনপিতে এই ধরনের প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। প্রতিবাদ সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য, উদ্দেশ্য-নির্দেশনা পাশ কাটিয়ে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে পছন্দের লোকদের দিয়ে স্বেচ্ছাচারী কায়দায় জেলা বিএনপি কর্তৃক সদ্য গঠিত ৭ উপজেলা ও দুটি পৌরসভায় তথাকথিত পকেট কমিটি  বাতিলের দাবি জানায়।

উল্লেখ্য গেল শনিবার ওই সব পকেট কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির বড় একটি অংশের নেতাকর্মীরা মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল চেয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২৮ নেতা লিখিত অভিযোগ পাঠিয়েছে।
এদিকে গত সোমবার শিবালয় উপজেলা বিএনপির  ৩৩ সদস্যবিশিষ্ট সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ২৩ জন গণপদত্যাগ করেছেন।  পর্যায়ক্রমে জেলার সবগুলো উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যরা গণপদত্যাগের দিকে এগিয়ে যাচ্ছে। যেকোনো দিন একযোগে তারা পকেট কমিটি থেকে বের হয়ে আসছে- এমন আলাপ-আলোচনা চললে জেলাজুড়েই।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status