বাংলারজমিন

ময়মনসিংহে বিএনপি নেতা লিটন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের নতুন বাজারে অবস্থিত দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন আকন্দ দক্ষিণ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি কেন্দ্রীয় যুবদলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সাত মামলায় লিটন আকন্দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৬শে সেপ্টেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। সমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রস্তুতি সভার মাত্র কয়েকঘণ্টা আগে বিএনপি নেতা লিটন আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত সমাবেশকে বাধাগ্রস্থ করতেই সরকারের ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করেছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সমাবেশের আগে গ্রেপ্তার ষড়যন্ত্রমূলক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে রাজনৈতিক হয়রানি বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status