এক্সক্লুসিভ

যুক্তরাজ্যে লিবারেল ডেমোক্রেটের এমপি প্রার্থী মনোনীত হয়েছেন মৌলভীবাজারের বাবলি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৭:৩৯ পূর্বাহ্ন

গণতন্ত্রের তীর্থভূমি নামে খ্যাত মাল্টিন্যাশনাল ও মাল্টিকালচারাল বৃটেনের রাজনীতিতে শুরু হয়েছে নানা নাটকীয়তা। সামপ্রতিক সময়ে সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে। ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ব্যাপারে গণভোটে যে সম্মতি পাওয়া গিয়েছিল তা বাস্তবায়নে বিলম্বকে কেন্দ্র করে একদিকে যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে অন্যদিকে তেমনি ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা দিয়েছে জটিলতা। ফলে যে কোনো সময় জেনারেল ইলেকশনের ঘোষণা আসতে পারে। তাই প্রতিটি রাজনৈতিক দল সমগ্র দেশজুড়ে এমপি প্রার্থী চূড়ান্ত করা শুরু করেছে। এই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের কার্ডিফ সেন্ট্রাল আসন থেকে ডক্টর বাবলি মল্লিককে লিবারেল ডেমোক্রেট (লিবডেম) পার্টি সংসদ নির্বাচনের জন্য সম্ভাবনাময় মনোনয়ন দিয়েছে। অ্যাডামসডাউন,  পেন্টউইন, পেনিল্যান, সানকয়েড, রোথ এবং ক্যাথেস নিয়ে কার্ডিফ সেন্ট্রাল আসন গঠিত। এই আসনেই এমপি পদে নির্বাচনে অংশ নিবেন তিনি। বাবলি মল্লিক মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরুজের মেয়ে। তিনি ছোটবেলায় বাবার সঙ্গে কার্ডিফে আসেন। বাবলি কার্ডিফে নব প্রজন্মের মেধাবী মুখ।

দুই ভাই-বোনের মাঝে তিনি সবার ছোট। বাবলি বায়ো-কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ও কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাবলি কার্ডিফ এলাকায় বাংলাদেশি কমিউনিটির মাঝে শেকড় নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা সহ চ্যারিটেবল সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনে এবং কমিউনিটির উন্নয়নে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কার্ডিফ কাউন্টি কাউন্সিলের প্রথম বাঙালি বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে গত কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে কার্ডিফ কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্রেট (লিবডেম) ডক্টর বাবলি মল্লিককে এমপি হিসেবে লড়াই করার জন্য যোগ্যতম মনে করেছেন। এশিয়ান কমিউনিটির পক্ষ থেকে বড় ধরনের সাহায্য পেতে পারে বলে মনে করা হচ্ছে। লিবারেল ডেমোক্রেট (লিবডেম) পার্টি থেকে এমপি প্রার্থী  ড. বাবলি মল্লিক বাঙালি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করে বলেন, এবারকার নির্বাচন বৃটিশ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই আসনটিতে লিবারেল ডেমোক্রেট একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে আমাদের দলের এমপি এসেম্বলি মেম্বার ও কাউন্সিলর হিসেবে অতীতে অনেকবারই বিজয় লাভ করেছেন। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এশিয়ান মুসলিম ও বাঙালি ভোটারদের মন জয় করতে পারলে বিজয় নিশ্চিত। এমপি প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে বাবলির পিতা বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফিরুজ ও তার স্বামী কমিউনিটি সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ মল্লিক মোসাদ্দিক বাবলি মল্লিক এর জন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status