বাংলারজমিন

সিলেট বিভাগের প্রথম সাইক্লিং রেস প্রতিযোগিতা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

 “মাদক বিরোধী ও পরিবেশ রক্ষায় সোচ্চার হই” এই স্লোগানকে সামনে রেখে আগামী ২০শে সেপ্টেম্বর ‘ডুয়াথলন শ্রীমঙ্গল চ্যালেঞ্জ ২০১৯’ নামে একটি দৌড় ও সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করে শ্রীমঙ্গল জালাল উদ্দিন ফাউন্ডেশন। এই আয়োজনের মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল আই। সোমবার দুপুরে জালাল উদ্দিন ফাউন্ডেশন চেয়ারম্যান মো. কামরুজ্জামান জুয়েল শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সংবাদ   সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, মূলত মাদক দ্রব্যের অপব্যবহার, দুর্নীতি বিরোধী এবং পরিবেশ রক্ষার সচেতনতার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগে এটাই প্রথম আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৩৬ জন সাইক্লিস্ট এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ২২ জন নারী সাইক্লিস্ট অংশ নেবে। ঢাকা থেকে ৪৬ জন, সিলেট থেকে ৮৯ জন, চট্টগ্রাম থেকে ৬ জন, মৌলভীবাজার থেকে ৪০ জন, হবিগঞ্জ থেকে ৬ জন ও শমসেরনগর থেকে আসবে আরো ৫ জন। বাকি সাইক্লিস্টরা থাকবে শ্রীমঙ্গলের। মোট ২২ কি.মি. দৌড় ও সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি  প্রথমে শহরের পৌরসভার সামন থেকে শুরু হয়ে গুহ রোড হয়ে কলেজ রোডে গিয়ে দৌড় শেষ হবে। আর শহরের পৌরসভার সামন হতে শুরু হয়ে হবিগঞ্জ সড়ক হয়ে টিকরিয়া-আশিদ্রোণ ঘুরে কালীঘাট চা বাগান দিয়ে রেলগেইট পার হয়ে আবার পৌরসভার সামনে এসে সাইক্লিং প্রতিযোগিতা শেষ করবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাইক্লিস্টদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্স, ২জন ফিজিওথেরাপি ও প্রাথমিক চিকিৎসার জন্য ২জন ডাক্তার রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status