খেলা

আর্জেন্টিনায় প্রথম ম্যাচেই হার ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০৯ পূর্বাহ্ন

মেক্সিকান ক্লাব ডোরাডোসের কোচের দায়িত্ব ছেড়ে কয়েকদিন আগে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন দিয়েগো ম্যারাডোনা। গত সপ্তাহে নতুন কোচ ম্যারাডোনাকে উৎসবের সঙ্গে বরণ করে নেয় জিমনেসিয়া ওয়াই এসগ্রিমা। আর রোববার প্রথমবার ম্যারাডোনার অধীনে মাঠে নামে দলটি। কিন্তু ম্যারাডোনার সম্ভবত দুর্ভাগ্য। গোলরক্ষকের ভুলে প্রথম ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ঘরের মাঠে রেসিংয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ম্যারাডোনার দল । ম্যাচের ৩৬তম মিনিটেই গোলরক্ষকের ভুলে গোল হজম করে বসে জিমনেসিয়া। ৫১তম মিনিটে গোল নিয়ে সমতায় ফেরে জিমনেসিয়া। কিন্তু মাত্র ২ মিনিট পর ফের গোল হজম করে কোচ ম্যারাডোনার দল।
কোচ ম্যারাডোনার সামনে বড় চ্যালেঞ্জ। মৌসুমের শুরুর ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে জিমনেসিয়া। ২৪ দলের আসরে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার তলানীতে। ম্যাচ শেষে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি, দল খুব ভালো খেলেছে। খেলোয়াড়রাও দুর্দান্ত। তবে, আমাদের আরো অনেক কাজ করতে হবে। তবে আমরা এখনো শেষ হয়ে যাইনি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status