এক্সক্লুসিভ

সরকারি অর্থ লোপাট: ৪ ঠিকাদার কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৫৪ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি কেনার নামে সরকারি অর্থ লোপাটের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির কর্ণধার জাহের উদ্দিন সরকারসহ চার ঠিকাদারের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। জামিন না মঞ্জুর হওয়া অন্যরা হচ্ছে- ঠিকাদার জাহের উদ্দিনের বাবা আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত ঠিকাদার প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, গতকাল দুপুরে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার নথিপত্র সাতক্ষীরা জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে চিকিৎসা যন্ত্রপাতি না কিনেই ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করেছে। এ ঘটনায় গত ৯ই জুলাই মামলা করে দুদক। এ মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন দুদকের সাবেক পিপি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status