অনলাইন

৩ দিন ধরে বাড়ছে ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার

১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৭:২৯ পূর্বাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৩ জন ডেঙ্গু রোগী। এর আগের দিন এ সংখ্যা ছিল ৬১৯ জন। আর শনিবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন আরও ৫২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যে গত ৩ দিনে ডেঙ্গু রোগীর বৃদ্ধির এ চিত্র পাওয়া গেছে। কন্ট্রোল রুমের তথ্য থেকে আরও জানা যায়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮১ হাজার ৮৩৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১২৯ জন। আর এ মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৪২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status