এক্সক্লুসিভ

ছাত্রলীগের পুরো বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন: সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৭:৪৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে এ ধরনের নজির নেই। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর সম্মেলন করার জন্য প্রস্তুতি নেবেন। ছাত্রলীগের পুরো বিষয়টি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  দেখছেন। তিনিই যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন করতে সম্পূর্ণ প্রস্তুতি আছে। কিছু জেলায় উপজেলা ও ইউনিয়নে সম্মেলন বাকি আছে। এই সময়ের মধ্যে এসব সম্মেলন সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১শে ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে বিদ্রোহী ১৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়ার পর বিদ্রোহীরা তাদের যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তাদেরকেও কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বালিশ ও পর্দা দুর্নীতি ও চুরির সঙ্গে কোনো মন্ত্রী/এমপি জড়িত নয়। অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগে অনেক মন্ত্রী-এমপি দুদকে হাজিরা দিচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মন্ত্রী বলেন, ৩৭৫ কোটি টাকারও  বেশি টাকা ব্যয়ে ভুলতা চার লেনবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। জনদুর্ভোগ কমানোর জন্য এবং যানজট নিরসনে ফ্লাইওভারটি খুলে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেকোনো সময় এটি উদ্বোধন করবেন।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনের কাজ ইতিমধ্যেই ফিজিবিলিটি সম্পন্ন হয়েছে। অচিরেই ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ শুরু করা হবে। এই সড়কের কাজ সম্পন্ন হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকবে না। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভুলতা ফ্লাইওভার-এর প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status