অনলাইন

রাব্বানীকে জিএস পদ থেকে অপসারণের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ২:৪৮ পূর্বাহ্ন

ডাকসু’র জিএস পদ থেকে গোলাম রাব্বানী, ও ঢাবির সিনেট সদস্য পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। দুপর ১২টায় ঢাবি ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি করেন তারা। তার আগে একই দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে ইতিমধ্যে গোলামা রাব্বানীকে ও শুভনকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখন সময়ের দাবি তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। সেইসঙ্গে ঢাবিতে তাদের যত পদপদবী আছে এগুলো থেকে তাদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। চাঁদাবাজ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সালমান ফরাজি, সাংগঠিনক মো. সজিব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status