বাংলারজমিন

কিশোরগঞ্জের ২৬ গুণীকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার বিগত পাঁচ বছরের গুণী সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলার ২৬ গুণী সংস্কৃতিজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. আব্দুল কাদির মিয়া। অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান। দ্বিতীয় পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। সম্মাননাপ্রাপ্ত ২৬ গুণী সংস্কৃতিজন হলেন, লোকসংগীত শিল্পী অমর চন্দ্র শীল, নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক নারায়ণ দেব, নাট্য নির্দেশক ও নাট্যভিনেতা সুধেন্দু বিশ্বাস, যাত্রাশিল্পী মো. আব্দুস সাত্তার, আবৃত্তিশিল্পী বাধন রায়, সংগীতশিল্পী বিজন কান্তি দাশ, নৃত্যশিল্পী ও সংগঠক সবিতা বেগম, নাট্য নির্দেশক ও নাট্যাভিনেতা মৃণাল কান্তি দত্ত, যাত্রাশিল্পী মো. মোতালেব হোসেন, তবলাশিল্পী অসিত বরণ বসাক তপন, চিত্রশিল্পী এম.এ. কাইয়ুম, সংগীতশিল্পী শহীদুজ্জামান স্বপন, নৃত্যশিল্পী ও সংগঠক সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, নৃত্যশিল্পী ও সংগঠক ফৌজিয়া জলিল ন্যান্সি, আবৃত্তিশিল্পী মো. শামছুজ্জামান সেলিম, লোকসংস্কৃতি গবেষক নাসিরউদ্দীন ফারুকী, আবৃত্তিশিল্পী ম. ম. জুয়েল, সংগীতশিল্পী কাজল দেব, লোকসংস্কৃতি গবেষক জাহাঙ্গীর আলম জাহান, নৃত্যশিল্পী ধনেশ পণ্ডিত, যাত্রাশিল্পী ফাতেমা আক্তার রত্না, লোকসঙ্গীত শিল্পী মো. আবুল হাশেম, তবলাশিল্পী বিজন সাহা, বাউল গীতিকার হারিছ মোহাম্মদ, নৃত্যশিল্পী ও সংগঠক মানস কর এবং নাট্য নির্দেশক ও নাট্যভিনেতা মোজাম্মেল হক খান রতন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জেলার ২৬ গুণী সংস্কৃতিজন ও তাদের পরিবারের সদস্যদের হাতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status