খেলা

রোমান সানার স্বপ্ন এবার আকাশ ছোঁয়া

স্পোর্টস রিপোর্টার

১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের যেকোনো ক্রীড়াবিদের সেরা অর্জন। এর আগে গলফার সিদ্দিকুর রহমান ২০১৬ রিও অলিম্পিকে কোটায় খেলার সুযোগ পেয়েছিলেন। সেটিও এক অর্জন ছিল। র‌্যাঙ্কিংয়ে প্রথম ৬০-এর মধ্যে থেকেই রিও অলিম্পিকে খেলেছিলেন দেশসেরা এই গলফার। কিন্তু সরাসরি অলিম্পিকে খেলা বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের জন্য খুব বড় একটা ব্যাপারই। গত জুনে সেই কাজটিই করেন রোমান সানা। বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন কিম ও-জিনকে হারিয়ে অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি। সেই রোমান সানাই গত শুক্রবার সোনা জিতলেন এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে (স্টেজ-৩) । এশিয়ান র‌্যাঙ্কিং আরচারিতে সোনার পদক জয়ের পর আরও বড় স্বপ্ন দেখছেন এই আরচার। সেই বড় স্বপ্নটা যে কী, সেটি বলে দিতে হয় না। এশিয়ান গেমসে বাংলাদেশ ব্যক্তিগত পদক পেয়েছে মোটে একটি, সেখানে অলিম্পিকে পদক জেতাটা দূরের বিষয়ই । তবে রোমানের স্বপ্ন এ অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আসা। এশিয়াডে একটি সোনা কিংবা অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে পদক জয় করতে চান বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা এ আর্চার।
নিজের সেই স্বপ্নের কথাই গতকাল নতুন করে বলেন রোমান সানা। তিনি বলেন, ‘সোনা জেতাটা আমার জন্য খুব আনন্দ ও গর্বের। এটা বাংলাদেশের জন্যও আনন্দের উপলক্ষ। আমরা বিশ্বপর্যায়ে পদক জিতে বাংলাদেশকে পরিচিত করতে চাই। আমি আশা করি, আমরা সাফল্যের এ ধারাটা ধরে রাখতে পারবো।’ ফিলিপাইন যাওয়ার আগে রোমান সানা সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কিন্তু রোমানের লক্ষ্যের চেয়ে প্রাপ্তি অনেক বেশি। স্বর্ণ পদক জয়ের পর গতকাল ফিলিপাইন থেকে মুঠোফোনে রোমান সানা জানান তার স্বর্ণ জয়ের আসল কারণ। বলেন, ‘এবার দেশ ত্যাগের আগে কাউকে কোনো প্রতিশ্রুতি দেইনি। এমনকি ফেডারেশনের কর্মকর্তাদেরও হতাশ করেছি। প্রতিশ্রুতি দিলে চাপে পড়তে হয়। তাই আমি যাওয়ার সময় বলেছিলাম লক্ষ্য সেমিফাইনাল। তবে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই সোনার টার্গেট করি’। এর কারণ হিসেবে রোমান বলেন, আমি যেহেতু আগেও এ পর্যায়ে সোনার পদক পেয়েছি, তাই প্রত্যাশা তো থাকবেই। আমি সেমিফাইনালের কথা বলে গেলেও চেষ্টা ছিল পদক জেতা। এই টুর্নামেন্টের পদক রোমান সানাকে এশিয়াড ও অলিম্পিকে পদক জিততে অনুপ্রেরণা যোগাবে। সেটি এ টুর্নামেন্টের মান ও এর প্রতিযোগীদের কারণেই, ‘ফাইনালের টাইমিং পদ্ধতি, স্কোরিং সবই অলিম্পিক মানের। এ ধরনের প্রতিযোগিতায় সাফল্য আমাকে টোকিও অলিম্পিকে ভালো কিছু করার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।’ ২০১০ সালে আন্তর্জাতিক আরচারিতে অভিষেক হয় রোমান সানার। ২০১৪ সালে প্রথম এশিয়ান আরচারি গ্রাঁ প্রি এবং ২০১৭ সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আরচারিতে স্বর্ণ পদক জেতেন বাংলাদেশের এই তীরন্দাজ। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য পাওয়া এই আরচার আপাতত নজড় দিতে চান আসন্ন এসএ গেমসে। এসএ গেমস নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে রোমান সানা বলেন, ইনজুরির কারণে এসএ গেমসের গত আসরে আমি খেলতে পারি নাই। প্রথমবার অংশ নিয়েই আমার টার্গেট থাকবে পদক জয়ের। আজই ফিলিপাইন থেকে দেশে ফিরবেন রোমান সানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status