বাংলারজমিন

কুমিল্লায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৩৪ পূর্বাহ্ন

 বাংলাদেশ সরকার, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), জাতিসংঘ উন্নয়ন  কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক কুমিল্লা সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির অবহিতকরণ সভা গতকাল সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু। সভায় সভাপতিত্ব করেন সিটি করপরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া ও বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রকল্প ব্যবস্থাপক একরামুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, দাপ্তরিক প্রধানগণ, মিডিয়া ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ। পাঁচ বছর মেয়াদের নতুন প্রকল্পটিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সোশ্যাল মবিলাইজেশন, অবকাঠামো উন্নয়ন যেমন নলকূপ, স্বাস্থ্য সম্মত পায়খানা, ফুটপাথ ড্রেন, আর্থসামাজিক ও পুষ্টি যেমন শিক্ষা সহায়তা, ক্ষুদ্র ব্যবসায়িক সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম কুমিল্লাসহ দেশের ২০টি শহরে পরিচালিত হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাউন্সিলরদের তত্ত্বাবধানে প্রকল্পটি যাতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status