বাংলারজমিন

নবীনগর পৌরসভা

১১ প্রার্থীর মনোনয়ন দাখিল, দল ছেড়ে স্বতন্ত্র বর্তমান মেয়র

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/নবীনগর প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৩৩ পূর্বাহ্ন

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। আর সংরক্ষিত ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারন ৯টি ওয়ার্ডে ৬৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ছিলো মনোনয়নপত্র দাখিল করার দিন। আগামী ১৪ই অক্টোবর ভোট গ্রহণ হবে এই পৌরসভায়। মেয়র পদের প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের এডভোকেট শিব শংকর দাস, বিএনপি’র মো. সাহাবুদ্দিন, স্বতন্ত্র মো. মাঈন উদ্দিন, মো. মলাই মিয়া, বশির আহম্মদ সরকার পলাশ, মো. জায়েদ প্যারিন, মো. পারভেজ হোসেন, মো. মনির হোসেন, মো. ফারুক আহাম্মদ, জাতীয় পার্টির মো. আবু জাহের- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মো. ইসহাক। আওয়ামী লীগ প্রার্থী শিব শংকর দাসের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন নসুসহ দলের নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে দল থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র মাঈন উদ্দিন। মনোনয়ন দাখিল করে সংবাদ সম্মেলন করে তিনি জানান-দলের মনোনয়নের দাবিদার ছিলেন তিনি। কোন কারন ছাড়াই ষড়যন্ত্রমূলক দলীয় মনোনয়ন থেকে তাকে বঞ্ছিত করা হয়। বিএনপি এবং অঙ্গসংগঠনের কারো কোন মতামত নেয়া হয়নি। জনগনের চাওয়া-পাওয়ারও দাম দেয়া হয়নি।  তিনি আরো বলেন, সংগঠনের স্থানীয় নেতাদের নীতি-নৈতিকতার শিক্ষা নেই। যে নেতাদের নৈতিকতা নেই এখানে ত্যাগের কোন মূল্য নেই।  মাঈন উদ্দিন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলনে মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ হিসেবে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের ২৬ নেতা পদত্যাগের ঘোষণা দেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনকে মেয়র পদে দলের মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল দাখিলকরা মনোনয়ন বাছাই করা হবে ১৫ই সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২শে সেপ্টেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status