বাংলারজমিন

বড়লেখায় রাস্তায় চলাচলে বাধা, আদালতের স্থিতাবস্থা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লঘাটি গ্রামের দেড়শ’ বছরের পুরনো সরকারি রাস্তা ব্যবহারে নুর হোসেন গংরা হঠাৎ বাধা দেয়ায় গ্রামবাসী বিপাকে পড়েন। ভুক্তভোগীরা মৌলভীবাজার সহকারী জজ আদালতে স্বত্ব মামলা করলে বিজ্ঞ আদালত সমপ্রতি ওই রাস্তার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। স্বত্ব মামলা (১৪/২০১৯) সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউপির লঘাটি গ্রামের পারভেজ আহমদ, আব্দুল কাদির আবু, আব্দুল কালাম দুলাল, কয়েছ আহমদ বাবু, সাব্বির আহমদ, মাহের আহমদ প্রমুখ গ্রামবাসী লঘাটি মৌজার আরএস ২৯০, ৪৭৫, এবং ৯৪নং খতিয়ানভুক্ত আরএস ১১১৫, ১১১৬, ১১০৮ এবং ১১১৩ দাগের ভূমির উপর প্রতিষ্ঠিত প্রায় সাড়ে ৫শ’ ফুট দৈর্ঘ্য এবং ১৪ ফুট প্রস্থ রাস্তাটি অন্তত দেড়শ’ বছর ধরে ব্যবহার করছিলেন। চলিত বছরের এপ্রিল মাসে হঠাৎ উত্তর লঘাটি গ্রামের নুর হোসেন, পারভিন বেগম, ছায়রা বেগম, হাজেরা বেগম প্রমুখ রাস্তাটি নিজেদের ব্যক্তিগত ভূমি দাবি করে গ্রামবাসীর চলাচলে বাধা প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষে পারভেজ আহমদ গং ১১ জন বাদী হয়ে প্রতিপক্ষের নুর হোসেন গং ১০ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে (বড়লেখা) স্বত্ব মামলা দায়ের করেন। সমপ্রতি বিজ্ঞ আদালত বিবাদীদের প্রতিকূলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।    
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status