অনলাইন

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবে ১২ নাবিক নিখোঁজ

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৭ অপরাহ্ন

ফাইল ফটো

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ১২ নাবিক নিখোঁজ হয়েছেন। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে।

নৌবাহিনীর ও কোস্টগার্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে জাহাজটির নাম এখনও জানা যায়নি।

সূত্র জানান, লাইটার জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ৫টি জাহাজ। উদ্ধার কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের তিন সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status