অনলাইন

দানবরুপী বাসচালকদের রুখতে হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৮:০৩ পূর্বাহ্ন

কিছু দানবরূপী বাসচালক আছে যাদের রুখতেই হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রথমত শিল্পী পারভেজ রবকে যেভাবে চাপা দেয়া হয়েছে, এরপর তার ছেলেকে একই কোম্পানির গাড়িতে যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, দুটিই দুর্ঘটনা কী-না, বিশেষ করে পরবর্তী ঘটনাটি তদন্তের দাবি রাখে। আমি মনে করি ভুয়া লাইসেন্স বা রোড পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। আজ রাজধানীর শ্যামলীর ট্রমা সেন্টারে বাস দুর্ঘটনায় আহত আলভীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যাদের এভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মানুষ প্রাণ ঝরে পড়ছে, সেই দানবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগ চালকই ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করেন, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটান না। কিন্তু, কিছু চালক বেপরোয়া গাড়ি চালান, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নামেন। অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে চাপা  দেন। এরা দুষ্কৃতকারী, দুর্বৃত্ত। তাই এদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হকসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status