বিনোদন

শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’

স্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪২ পূর্বাহ্ন

লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছ সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’। দেশের তরুণ প্রজন্মকে এবং বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই রিয়েলিটি শো। লোকসংগীত বাংলাদেশের সকল শ্রেণির মানুষের কাছে সমান জনপ্রিয়। প্রবাহমান সংস্কৃতির ধারায় সংগীতের অন্যান্য ক্ষেত্রগুলোর মতো লোকসংগীত সহাবস্থান করছে তার স্বকীয় রূপবৈচিত্র্য নিয়ে। লোকগানের ইতিহাস-ঐতিহ্যের এই শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের যে কোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। লোকসংগীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। যাত্রা শুরুর পর থেকেই এ প্রতিষ্ঠানটি বাংলা লোকসংগীতের প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহযোগিতায় গতকাল এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এর তৃতীয় আসরের। এতে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের হেড অফ অপারেশনস মালিক মো. সাঈদসহ সংশ্লিষ্ট আরো বিশিষ্টজন। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর তৃতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের ৭টি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর অডিশন রাউন্ড। এ রাউন্ড থেকে বাছাই করা শিল্পীদের পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। তাদের নিয়ে করা হবে গ্রুমিং সেশন। সেখানে শিল্পীদের সংগীত পরিবেশনা, সুরের ব্যবহার, যথাযথ স্কেল নির্বাচন, শুটিং সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানো, মাইক্রোফোনের পজিশন, শব্দপ্রক্ষেপণ, পারফর্মিং আর্টসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা দেওয়া হবে। বাছাই করা এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর মূল প্রতিযোগিতা। পর্যায়ক্রমে এদেও মধ্য থেকে সেরা ৩ শিল্পীকে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বর্ণাঢ্য এই আয়োজন, তারকাশিল্পীদের অংশগ্রহণ আর প্রতিযোগিদের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন। ম্যাজিক বাউলিয়ানার এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শফি মণ্ডল, ড. নাশিদ কামাল এবং চন্দনা মজুমদার। ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর ওয়েবসাইট(িি.িসধমরপনধঁষরধহধ.পড়স.নফ) অথবা ফোন করতে হবে টোলফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০-তে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status