বিশ্বজমিন

জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলে ধরতে সুইজারল্যান্ডের পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১:১৭ পূর্বাহ্ন

জেনেভায় অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) কাশ্মীর ইস্যু তুলে ধরবে পাকিস্তান। সুইজারল্যান্ডের জেনেভায় এ পরিষদের ৪২তম অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এ জন্য তিন দিনের জন্য সোমবার পাকিস্তান ত্যাগ করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, ইউএনএইচআরসির অধিবেশনে বক্তব্য রাখবেন কুরেশি। সারাবিশ্ব থেকে এই ফোরামে যোগ দেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের সামনে তিনি কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন। এ সময় কাশ্মীরে ভারতের একতরফা সিদ্ধান্তের বিষয়ে অবহিত করবেন প্রতিনিধিদের। ওই অঞ্চলে মানবাধিকারের প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে সে বিষয়ে তাদের অবহিত করবেন। এ ছাড়া তিনি ইসলামিক দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন ওআইসির নেতাদের সঙ্গে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status