খেলা

‘পেনাল্টি স্পেশালিস্ট’ কেনের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৮ পূর্বাহ্ন

হ্যারি কেইনের হ্যাটট্রিকে ‘এ’ গ্রুপে বুলগেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে টানা তৃতীয় জয় তুলে নিলো ইংল্যান্ড। টটেনহ্যাম তারকা কেইনের ৩ গোলের দুটিই পেনাল্টি থেকে। এ নিয়ে শেষ ১০ পেনাল্টির ৯টিকে গোলে পরিণত করলেন কেইন। গত ২ বছরে পেনাল্টি নেয়ার পরিসংখ্যানে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির চেয়েও এগিয়ে তিনি। রোনালদো সবশেষ ১৫ পেনাল্টির ৩টি মিস করেছেন। আর মেসি ১২টি পেনাল্টি থেকে গোল করেন ৮টি।
তবে ২০১৭-১৮ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে খেলা ফুটবলারদের মধ্যে পেনাল্টিতে শতভাগ সফল শালকার আলজেরিয়ান মিডফিল্ডার নাবিল বেনতালেব (১২), প্যারিস সেন্ট জার্মেইর (পিএজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার (১০) ও জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি (১০)।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status