খেলা

যে কারণে বার্সায় আসা হলো না নেইমারের

স্পোর্টস ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

এবারের মতো শেষ হলো নেইমারের দলবদল নাটক। ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমে পিএসজিতেই থাকছেন। নেইমারের দলবদল না হওয়া নিয়ে স্কাই স্পোর্টস সংক্ষেপে লিখেছে, ‘একজন ক্রেতা ছিলেন, যিনি কিনতে পারেননি। আর বিক্রেতা হয়তো বিক্রিই করতে চায়নি!’ ব্যাপারটা অনেকটা তেমনই। দলবদল মৌসুম শুরুর পর বার্সেলোনা চেয়েছিল নেইমারকে পুনরায় ন্যু ক্যাম্পে ফেরাতে। কয়েক দফা প্রস্তাব পাঠিয়েও পিএসজিকে রাজি করাতে পারেনি। ফরাসি ক্লাবটি নানা অজুহাতে বার্সার সব প্রস্তাব ফিরিয়ে দেয়। এমনটাও শোনা গেছে যে, বার্সায় ফিরতে নেইমার নিজ পকেট থেকে টাকা খরচ করতেও রাজি ছিলেন! কিš‘ পিএসজি আসলে নেইমারকে ছাড়তে চায়নি। বার্সা নয়, রিয়ালকেও ফিরিয়ে দেয় পিএসজি। আর সর্বশেষ পিএসজি বলেই দিয়েছে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে কেনা খেলোয়াড়কে তারা ৩০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়বে না। ফলে আগামী মৌসুমেও নেইমার ক্লাব ছাড়তে পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে।
 
ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে কোনো চমক নেই। নেইমার রয়ে গেছেন তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতেই (পিএসজি)। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ভক্তদের আশার বাণী শোনালেও পল পগবাকে আনতে পারেননি। শেষ দিনে এক মৌসুমের জন্য তারা উড়িয়ে এনেছে পিএসজির গোলরক্ষক অলফোন্সে আরিওলাকে। তবে দীর্ঘদিন ‘নাম্বার ওয়ান’ গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কেইলর নাভাসকে পিএসজির কাছে বিক্রি করে দিয়েছে রিয়াল। পিএসজি ধারে নিয়েছে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিকেও। বার্সেলোনা থেকে ধারে সেল্টা ভিগোতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান রাফিনহা। অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসির সাবেক কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও নতুন ঠিকানা গড়েছেন তুর্কি ক্লাব গ্যালাতারেসেতে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ ওয়েস্ট হ্যাম ছেড়ে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে।

‘নাম্বার ওয়ান’ হিসেবেই রিয়ালে আরিওলা
ফ্রান্সের হয়ে গত বছর বিশ্বকাপ জিতেছেন ২৬ বছর বয়সী আরিওলা। মাঠে নামার সুযোগ হয়নি অবশ্য। ‘নাম্বার ওয়ান’ গোলরক্ষক হুগো লরিসই পোস্ট সামলেছেন ফাইনাল পর্যন্ত। আরিওলার কী ভাগ্য, ধারে রিয়ালে খেলতে এসেই পেয়ে যা”েছন ‘এক নম্বর’ জার্সি। কেইলর নাভাস এতদিন পর্যন্ত জার্সিটা পরেছেন। কোস্টারিকান গোলরক্ষক নাভাস পিএসজিতে যোগ দেয়ায় সেটি পরার কথা থিবো কর্তোয়ার। প্রাক-মৌসুমে বেলজিক তারকা কর্তোয়া ১৩ নম্বর জার্সি পরে খেলেছিলেন। কিš‘ রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আএফইএফ) রুল অনুযায়ী মৌসুমের মাঝপথে জার্সি নম্বর পাল্টানো যাবে না। এ কারণেই নাভাসের ‘নাম্বার ওয়ান’ জার্সিটা পা”েছন আরিওলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status