অনলাইন

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোটের ছবি ভিত্তিহীন: বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৬:০৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০টাকা মূল্যমানের নোটের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে এমন কোন নোট মুদ্রণের উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে। এ নোটের সম্মুখভাগের বাম পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে। ফেসবুকের কতিপয় আইডির মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়েছে যা অনেক গণ্যমান্য ব্যক্তি কর্তৃক শেয়ার করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের ছবি সম্বলিত কোন প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অর্থাৎ, ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা না করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া, বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তিবর্গকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী-কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status