বিনোদন

অপেক্ষা সেপ্টেম্বর ঘিরে

স্টাফ রিপোর্টার

১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

এবারের কোরবানি ঈদে দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’ নামে দুটি ছবি মুক্তি পায়। এরপর মাঝে নতুন কোনো ছবি আর মুক্তি পায়নি। ঈদের ছবিগুলো প্রেক্ষাগৃহে এখনো চলছে। ঈদের ১৮ দিন পর গত শুক্রবার ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ আসলামের ‘ভালোবাসা ডট কম’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন অনিক রহমান অভি, নিঝুম রুবিনা, রাহা তানহা খান, মিশা সওদাগর। এ ছবির পর সেপ্টেম্বরে একাধিক ছবি মুক্তি পাবে বলে জানা যায়। পুরো সেপ্টেম্বর মাসে পাঁচটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সেক্রেটারি সমেন্দ্র চন্দ্র রায় জানিয়েছেন, আগামী ৬ই সেপ্টেম্বর ‘আমার জন্মভূমি’ নামের একটি চলচ্চিত্র মুক্তির জন্য নিবন্ধন করা আছে। এরপর ‘মায়াবতী’, ‘অবতার’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ও ‘পাগলামী’ নামের ছবিগুলো ক্রমান্বয়ে মুক্তি পাবে। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিগুলো। ‘অবতার’ ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, আমার ছবির ‘রঙিলা বেবি’ গানটি প্রকাশের পর দর্শকরা বেশ পছন্দ করেছে। অনেকদিন পর মাহির ছবি আসছে। তার সঙ্গে থাকছে নবাগত নায়ক জে এইচ রুশো। ‘অবতার’ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এদিকে ছোট ও বড় পর্দার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ‘মায়াবতী’ ছবিটিও একই সময়ে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এ ছাড়া ২০শে সেপ্টেম্বর মুক্তি পাবে মারুফ ও লাক্স তারকা অরিন অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।
এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর  রহমান বাবু। কমল সরকার পরিচালিত ‘পাগলামী’ মুক্তি পাওয়ার কথা ২৭শে সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও কলকাতার শ্রাবণী রায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, সেপ্টেম্বরে নতুন ছবিগুলো মুক্তি পেলে চলচ্চিত্রের বাজার চাঙ্গা হবে। আর তাই এ মাসকে ঘিরে অপেক্ষায় আছে পুরো ইন্ডাস্ট্রি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status