বাংলারজমিন

ইবি’র পরিবহন সমস্যা নিয়ে ছাত্র মৈত্রীর ৯ দফা

ইবি প্রতিনিধি

২৬ আগস্ট ২০১৯, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা নিয়ে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র মৈত্রী। পরিবহন নির্ভর বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীর সমস্যা তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে তারা। রোববার ৯ দফা দাবি জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে তারা। সূত্র মতে, নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। প্রতি বছর বিভাগ বাড়ার পাশাপাশি বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা। কিন্তু সেই অনুপাতে বাড়ছে না শিক্ষার্থীদের পরিবহন। আসন সংকটে প্রতিদিন বাদুড় ঝোলা হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ হতে কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে যাতায়াত করে। অদক্ষ চালক আর হেল্পার না থাকায় প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। গত এক বছরে ক্যাম্পাসের গাড়িতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো যাত্রী ছাউনি ও টয়লেট না থাকায় ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীর। এছাড়া ফিটনেস বিহীন গাড়ি, রুটপ্ল্যান না থাকা, পরিবহন অফিসের স্টিকার না থাকাসহ নান সমস্যায় ছেয়ে আছে পুরো পরিবহন শাখা। এসব সমস্যা সমাধানে ৯ দফা দাবিতে পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ। শাখার ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা ৯টি দাবি জানায়। এসময় সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মোরশেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুল ইসলাম পাটওয়ারি, আশিক, লিমন ও ফাহাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের ৯ দফা দাবিসমূহ হলোÑ নিজস্ব পরিবহন বৃদ্ধি, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ, বাস টার্মিনালে ছেলেমেয়েদের আলাদা টয়লেট তৈরি, শিক্ষার্থীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ, সব গাড়িতে হেলপার নিয়োগ দেয়া, প্রতিটি গাড়িতে রুটপ্ল্যান ও হেল্প লাইন নাম্বারের স্টিকার লাগানো, পরিবহনে শিক্ষার্থী বা পরিবহন শ্রমিক লাঞ্ছিত হলে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্পাসের অভ্যন্তরে সর্বোচ্চ গতিসীমা ১৫ কি.মি নির্ধারণ করতে জোর দাবি জানিয়েছে তারা।

এ বিষয়ে শাখার ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তি রোধ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। আশা করি শিগগিরই প্রশাসন এসব সমস্যা সমাধান করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দেবে।’
পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। এগুলো আমলে নিয়ে শিগগিরই প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status