বাংলারজমিন

আশুগঞ্জের সাব-রেজিস্ট্রার নোয়াখালীতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৬ আগস্ট ২০১৯, সোমবার, ৮:৫২ পূর্বাহ্ন

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ফেনীর সাবেক ও বর্তমানে আশুগঞ্জের সাব রেজিস্ট্রার নোয়াখালী দুদকের হাতে গ্রেপ্তার হয়েছে। নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ মানবজমিনকে জানান, ফেনী সদরের সাবেক সাব-রেজিস্ট্রার ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সাব-রেজিস্ট্রার এ. কে.এম. মাহমুদুল হককে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৫ লাখ ১৪ হাজার ৬৯৪ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলসহ দলিলের মূল্য কম দেখিয়ে (প্রকৃত পক্ষে বেশি লেনদেন করে) দোকান লিজ নিতে ভুয়া স্বর্ণ বিক্রি ও মোটরসাইকেল নিজে ক্রয় করে উপহার হিসেবে প্রাপ্ত দেখিয়ে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং ২৭(১) ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক সুবেল আহমদ নিজে বাদী হয়ে কুমিল্লা সদর (দ:) মডেল থানায়  মামলা দায়ের করেন। সে অনুযায়ী দীর্ঘদিন পর্যন্ত জাল ফেলে কৌশলে রোববার সাব রেজিস্ট্রার এ. কে.এম মাহমুদুল হককে নোয়াখালী সুপার মার্কেটের পিছন থেকে গ্রেপ্তার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status