বাংলারজমিন

কুমিল্লায় সমাহিত মোজাফফর আহমদ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৬ আগস্ট ২০১৯, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুজিবনগর সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যে বেঁচে থাকা সর্বশেষ সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্টীয় মর্যাদায় গতকাল বাদ যোহর কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামের বাসভবনের সামনে সমাহিত করা হয়েছে। এর আগে সকাল সোয়া ১০টায় কুমিল্লার টাউনহল মাঠে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে চতুর্থ ও শেষ জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন। কুমিল্লা টাউন হল মাঠে  মরহুমের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষে হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সাবেক  প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, জেলা ন্যাপ, কমিউনিষ্ট পার্টি। দেবিদ্বারে জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, জাপা নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ন্যাপ নেতা জিএম কবির, আবদুল্লাহ আল কাফি রতন, সফিক শিকদার, মোশতাকুর রহমান ফুল মিয়া, চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবদুল হাকিম, মরহুমের ছোট ভাই খোরশেদ আদমেদ। পরে রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী,  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ, দেবিদ্বার উপজেলা  আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, দেবিদ্বার প্রেস ক্লাব, জাফরগঞ্জ মীর আবদুল গফুর বিশ্ববিদ্যালয় কলেজ, জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদালয় কলেজ, এলাহাবাদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
গত  শুক্রবার ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধ-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী আমেনা আহমেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নবম ও দশম সংসদের সাংসদ নির্বাচিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status