বিনোদন

মি. ওয়ার্ল্ড হলেন যুক্তরাজ্যের জ্যাক

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২২ পূর্বাহ্ন

মিস্টার ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতায় অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গিয়েছিলেন বাংলাদেশের তরুণ মাহাদী হাসান ফাহিম। তবে সেরা হতে পারেননি তিনি। মিস্টার ওয়ার্ল্ড ২০১৯ হয়েছেন যুক্তরাজ্যের মার্ক হেসেলউড। গত ২৩শে আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৫টায়  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। জানা যায়, মার্ক হেসেলউড গ্রুপ পর্যায়ের মডেল বিভাগে সেরা পাঁচ জনের একজন হয়েছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার  ফেজিল এমখাইস প্রথম রানারআপ ও মেক্সিকোর আর্তুরো গনজালেজ দ্বিতীয় রানারআপ হন। চট্টগ্রামের সন্তান ফাহিম সেরা   ৩০-এর মধ্যে অবস্থান করছিলেন। এদিকে প্রতিযোগিতার ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ পেজ থেকে দুঃখ প্রকাশ করেন এই তরুণ। তিনি লিখেন, ‘দুঃখিত বাংলাদেশ’। এর পরপর সেই স্ট্যাটাসে বেশিরভাগ মানুষ তাকে সমবেদনা ও আগামীর পথচলার জন্য শুভকামনা জানান। এর একদিন আগে (২২শে আগস্ট) অবশ্য আক্ষেপ নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছিলেন এই তরুণ। সেখানে লিখেছিলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ৮ কোটি স্মার্ট ফোন ব্যবহারকারী। কিন্তু আমি দশ হাজার মানুষ পেলাম না, আমায় সাপোর্ট করার জন্য!’ উল্লেখ্য, মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। দেশে এই আয়োজনের দায়িত্বে ছিল অন্তর শোবিজ। গত ২রা আগস্ট মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয় ফাহিমের নাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status