অনলাইন

ময়মনসিংহে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৩:৫৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারি পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে শিশুটি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন ছিল। আজ শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে শিশুটিকে আমাদের এখানে ভর্তি করা হলে আধাঘণ্টা পরই মারা যায়।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন ডেঙ্গুরোগী মারা যান। গত ১৯শে আগস্ট দুপুর আড়াইটার দিকে মারা যান সেলিম (৩০) নামের এক চালক। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।

তার আগে ১১ই আগস্ট সকালে  কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া ১৮ আগস্ট রাতে মারা যান রাসেল (৩৫) ও আনোয়ার (৪৬) নামে আরও দুই ডেঙ্গু রোগী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status