বাংলারজমিন

বাসাইলে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় চাচা  ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের নাইটিয়াপাড়া এলাকায় (মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার রোডের নিকটবর্তী) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পরিবার। পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের ৫ সদস্য ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের একটি চাকা পামচার হয়ে ঢাকাগামী বালুবাহী একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
ওই মাইক্রোবাসের ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত ৩ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status