বাংলারজমিন

সিলেটে র‌্যাব’র ডেঙ্গু হেল্পলাইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৭ পূর্বাহ্ন

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার পক্ষ থেকে ডেঙ্গু হেল্পলাইন ও ইমারজেন্সি চিকিৎসা সেবা সেন্টার উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গুসহ সব ধরনের ইমারজেন্সি চিকিৎসা সেবা দেয়ার জন্য ড্যাব সিলেট জেলা শাখার হটলাইন নম্বর +৮৮০১৭০৬-৮৯৪১৬৮। বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয়  ডেঙ্গু হেল্প সেন্টার ও ইমারজেন্সি চিকিৎসা  সেন্টারের উদ্বোধন করেন বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি ফরেন এফেয়ার্স কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ ইনামুল হক  চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ড্যাব’র এই হেল্পলাইন স্বাস্থ্যসেবা  দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসবে। উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা.  মো. শাকিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড্যাব সিলেট জেলার সহ-সভাপতি ডা. জাকারিয়া মানিক, ডা. গোলাম রব  শোয়েব, যুগ্ম সম্পাদক ডা. আবু সাকিব আবদুুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আহমদ নাফি, যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, প্রকাশনা সম্পাদক ডা. আখলাকুর রহমান, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল হোসেন। অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সকল নেতৃবৃন্দের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলায় বিভিন্ন হাসপাতালে কর্মরত সকল পর্যায়ের চিকিৎসকবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status