বাংলারজমিন

ইসকন সিলেটে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, সিলেট থেকে

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৭ পূর্বাহ্ন

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি হচ্ছে  বেবার। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। দেশের সনাতন সম্প্রদায়ের লোকজন ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপন করে। এ উপলক্ষে শুক্রবার ইসকন সিলেটের উদ্যোগে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিন দিনব্যাপী নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কীর্তনমেলা, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০ টায় মহা-অভিষেক অনুষ্ঠান, রাত সাড়ে ১২ টায় অনুকল্প প্রসাদ বিতরণ। আগামীকাল রোববার নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৩তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। সকলের সহযোগিতা কামনা করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status