বাংলারজমিন

সীতাকুণ্ডে কৃষকের জায়গা দখল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের হতদরিদ্র কৃষক পরিবারের চাষাবাদের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদ করায় কৃষক নাজিম উদ্দিনকে অস্ত্র মামলায় জেল খাটানোসহ বিভিন্ন মামলা দিয়ে জেএমআই গ্যাস কোম্পানি নামক একটি প্রতিষ্ঠান হয়রানি করে আসছে। গতকাল বেলা ১১টায় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হতদরিদ্র রেহানা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই কৃষক নাজিম উদ্দিন সৈয়দ আহম্মদ থেকে ৪২ বছর পূর্বে মান্দারীটোলা এলাকার মোট ৫ একর জায়গা খরিদ করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল। কিন্তু ইতিপূর্বে জে.এম.আই নামক একটি গ্যাস কোম্পানির মালিক আবদুল রাজ্জাকের নেতৃত্বে সীতাকুণ্ড পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মিজানুল হক, জসিম, এরশাদ, বাবলু, হানিফ, আহসান উল্যাহ মো. এমরুল ও ছাত্রলীগ নেতা জাবের আল মাহমুদসহ আরো এলাকার ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের কৃষিজমিগুলো দখল করে জোরপূর্বক গ্যাস ফ্যাক্টরি নির্মাণ করে এবং বাধা দেয়ায় আমাদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। এ সময় হামলায় আমি, নাজিম উদ্দিন, রেহান উদ্দিন, ফারুক আহমেদ, রুমা সুলতানা, সারাবা তফুরাসহ ৭ জন আহত হই। সন্ত্রাসীরা এতেও থেমে থাকেনি একটি অস্ত্র মামলা দিয়ে জেলও খাটিয়েছে আমার ভাই কৃষক নাজিম উদ্দিনকে। আমাদের জায়গা উদ্ধারের বিষয়ে এবং মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মাননীয় প্রধানন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status