বাংলারজমিন

ময়মনসিংহে ৩শ’ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ক্রীড়া পল্লীতে র‌্যাব-১৪ এর ৫ ঘণ্টা অভিযানে প্রায় ৩শ’ জুয়াড়িকে আটক করা হয়। ভবিষ্যতে আর জুয়া খেলবে না এই মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়। এ সময় ১৯৭টি মোবাইল ও প্রায় ৫০০ বান্ডেল তাস জব্দ করে ধ্বংস করা হয়। সেই সঙ্গে জুয়া আইনে ১০টি মামলা করা হয়। এছাড়া ১০টি ক্লাব বন্ধ করে দেয়া হয় ও প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ সিদ্দিকী ও র‌্যাব-১৪ এর পরিচালক লে. কর্নেল ইফতেখার উদ্দিনের পরিচালনায় গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৪ মিডিয়া অফিসার এএসপি তৌফিকুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়াড়ি সংখ্যা কমবেশি হতে পারে। তিনি জানান, দীর্ঘদিন ধরে নগরীর এ গুরুত্বপূর্ণ স্থানটিতে রাতের আঁধারে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status