বাংলারজমিন

‘চা বাগানে যত শ্রমিক আছেন তারা সুন্দর ঘর পাবেন’

শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলায় নতুন যোগদানকারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেছেন, ‘যারা ভূমিহীন তাদের জন্য সরকারের পক্ষ থেকে জমিসহ ঘর বানিয়ে পুনর্বাসন করবো। চা বাগানের শ্রমিকদের জন্য আলাদা একটা প্রজেক্ট নেয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। চা বাগানে যত শ্রমিক আছেন, তারা সুন্দর ঘর পাবেন। এটি পাইলট প্রজেক্ট। শিগগির এ প্রকল্প আমরা মৌলভীবাজার জেলায় শুরু করবো। ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দও এসে গেছে। মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গলের উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম পরিচালনায় অন্যদের মধ্যে রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সহিদ হোসেন ইকবাল, পৌর আওয়ামী লীগের সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, টি হ্যাভেন রিসোর্টের পরিচালক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বোনার্জি, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, পৌর কাউন্সিলর আবদুল করিম ও আওয়ামী লীগ নেতা শেখ উপরু মিয়া প্রমুখ। বক্তাগণ শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এখন পর্যন্ত পৌরসভা থেকে কোনো মশার ওষুধ ছিটানো হচ্ছে না বলে কয়েকজন অভিযোগ করলে জেলা প্রশাসক সভায় উপস্থিত পৌর কাউন্সিলর আবদুল করিমের কাছে জেলা প্রশাসন থেকে ছাড় দেয়া সাড়ে ১০ লাখ টাকা খরচ হয়েছে কিনা জানতে চান। তখন তিনি ডিসিকে কোনো সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে কাউন্সিলরকে বলেন, পৌর মেয়রকে বলতে তার অফিসে দেখা করার জন্য।
সভায় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছকির মিয়া, প্রেস ক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসি বলেন, গৃহহীনদের আরো বিভিন্নভাবে আমরা ঘর দিচ্ছি, যেমন যাদের দুই শতক জমি আছে। তাদের জন্য আলাদা। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। সবাই যে একই ক্যাটাগরিতে ঘর পাবে তা কিন্তু নয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকার পুরোপুরিভাবে আগামী মুজিব বর্ষ ২০২০ ও ২০২১ সাল এর ভেতরে সবার জন্য বাসস্থান করে দেবে। যাতে একটা মানুষও দেশে গৃহহীন না থাকে।
এ জেলার প্রথম নারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন আরো বলেন, শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় লেমন টি গার্ডেনের পেছনে সাড়ে ৬ একর সরকারি খাস জমি উদ্ধার করে অধিগ্রহণ শেষ হয়েছে। সেখানে সরকার ১৯০টি গৃহহীন পরিবারের জন্য আশ্রায়ণ প্রকল্প করবে। সেখানে সেনাবাহিনী যেকোনো সময় কাজ শুরু করবে। এছাড়া শ্রীমঙ্গলের হাইল হাওরের পাশে সরকার আরো ২০০টি পরিবারের জন্য একটি গুচ্ছ গ্রাম করার জন্য কাজ করছে। সেখানে আগামী এক মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। ডিসি বলেন, এ দুটি প্রকল্পের মাধ্যমে চলতি অর্থবছরে প্রায় ৪০০টি পরিবারকে পুনর্বাসন করা সম্ভবপর হবে। আর উপজেলা পিআইও অফিসের মাধ্যমে সরকারিভাবে এ পর্যন্ত ২৭৮টি পরিবারকে ঘর তৈরি করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন ‘শহরের চলাচলকারী অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ টমটম ও অটোরিকশার মতো অবৈধ গণপরিবহনের সঙ্গে বিভিন্ন রকমের সিন্ডিকেট জড়িত থাকে। এগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিবো। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে ইউএনও এবং ওসির সঙ্গে কথা বলেছি। এসপি সাহেবও হল কিছুদিন হয়েছে মৌলভীবাজারে এসেছেন। তার সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। তিনিও এ ব্যাপারে সম্মত।
ডিসি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যার যার বাসা বাড়ি, যার যার আঙ্গিনা, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, অফিস নিজেরাই পরিষ্কার করবেন। কিন্তু এসব ময়লা পরিষ্কারে পৌরসভার দায়-দায়িত্ব আছে বলে আমরা নিজেরা বসে থাকি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ঘোষণা দেয়া হয়েছে, যার যার জায়গা নিজেরা পরিষ্কার করবেন। না হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেব। আর শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলা। এখানে স্থানীয় সংসদ সদস্য (উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ) একজন বড় রাজনীতিবিদ আছেন তার পরামর্শ নিয়ে এ উপজেলাকে কীভাবে আরো বিনিয়োগবান্ধব ও পর্যটনবান্ধব করা যায় সে জন্য সবার সহযোগিতা চাই। তাছাড়া শ্রীমঙ্গলে একটি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status