বাংলারজমিন

রংপুর বিভাগে শ্রেষ্ঠ কুড়িগ্রাম ট্রাফিক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে

২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৭:১৭ পূর্বাহ্ন

দুর্ঘটনা হ্রাস, হেলমেট পরিধান ও যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করায় দ্বিতীয়বারের মতো কুড়িগ্রাম জেলা বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ট্রাফিক ইউনিট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা হওয়ার গৌরব অর্জন করেছে। রংপুর রেঞ্জের ডিআইজ দেবদাস ভট্টাচার্য বিপিএম কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন মো. জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট মো. মেহেদুল করিম পিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি) সহ রংপুর রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজনশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব মহলে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভূমিকা রাখায় এ গৌরব অর্জন করে।
গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ট্রাফিক বিভাগের টিআই এ্যাডমিন মোঃ জাহিদ সারোয়ার সাংবাদিকদের জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং নেতৃত্বে আমার ট্রাফিক বিভাগের সকল সহকর্মীর অক্লান্ত পরিশ্রম, মেধা, শৃঙ্খলা এবং কাজের ধারাবাহিক সমন্বয়ের কারণে এ ধারাবাহিক সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status