খেলা

বোল্টের ২৫০, সাউদির ৫০০

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ২:৪৬ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। আজ (শুক্রবার) কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন বোল্ট। একই দিন বোল্টের সতীর্থ টিম সাউদি তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের চূড়ায় উঠেছেন।
২৪৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেন বোল্ট। ইনিংসের ৪২তম ওভারের প্রথম ডেলিভারিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে ২৫০তম উইকেট পূর্ণ করেন তিনি। একই ওভারে কুশল পেরেরাকেও তুলে নেন বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি বোলার বোল্ট। ৩৬১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি ৪৩১ উইকেট নিয়ে আছেন শীর্ষে।
অন্যদিকে ৪৯৮ আন্তর্জাতিক উইকেট নিয়ে শুরু করেন ডানহাতি পেসার টিম সাউদি। ইনিংসের ৫৮তম ওভারে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারতেœ ও নিরোশান ডিকওয়েলকে ফিরিয়ে পৌঁছে যান ম্যাজিক্যাল ফিগারে। সাউদির ৫০০ উইকেটের মধ্যে ২৪৭ উইকেট টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া তৃতীয় কিউই বোলার সাউদি।  এই তালিকাতেও সাউদির আগে ড্যানিয়েল ভেট্টোরি (৬৯৬) ও স্যার রিচার্ড হ্যাডলি (৫৮৯)। সবমিলিয়ে বিশ্বের ৩৪তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এই রিপোর্টার লেখা পর্যন্ত ৬৬ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status