দেশ বিদেশ

সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ

সংসদ রিপোর্টার

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৫৮ পূর্বাহ্ন

সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব করতে আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা সাব- রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ভূমি অফিসের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বৈঠকে কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনা শেষে গ্রামীণ জনপদে অবৈধ দখলে থাকা রাস্তাগুলো চিহ্নিত করে তা উদ্ধারের সুপারিশ করা হয়। এছাড়া ‘খ’ তফশিলভূক্ত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়। বৈঠকের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status