বাংলারজমিন

ছাগলনাইয়ায় ক্যানসার আক্রান্ত স্কুলছাত্রী সাদিয়া বাঁচতে চায়

ছাগলনাইয়া প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

নুসরাত জাহান সাদিয়ার বয়স মাত্র ১০ বছর। মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে আর লেখাপড়া না করতে পারায় শুধুই কাঁদছে। সে ঢাকার মহাখালীর ক্যানসার হাসপাতালের ক্যানসার বিষেশজ্ঞ ডা. মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। সাদিয়া ছাগলনাইয়া উপজেলার উত্তর আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও উত্তর আধারমানিক গ্রামের আহাম্মদের রহমানের বাড়ির কৃষক মজিবুল হকের কন্যা। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় আগারগাঁও বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে প্রথমে তার ডান চোখে এবং ২০১৯ সালের এপ্রিল মাসে তার বাম চোখের টিউমার অপারেশন করার পর পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তার সারকোমা ক্যানসার ধরা পড়ে। এরপর শুরু হয় সাদিয়ার কেমোথেরাপি। ২১ দিন পর পর তাকে কেমোথেরাপি দিতে হয়। প্রতিটা কেমোতে ৪০ হাজার টাকা লাগে। ৬টা কেমো দেয়া হয়েছে। আরো ১১টা লাগবে। সব মিলিয়ে প্রায় ৭-৮ লাখ টাকা লাগবে। তার পিতা দরিদ্র কৃষক সহায় সম্বল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে। তার দরিদ্র পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার মেয়ের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ০০১২১০০০২১৪৭৬ সাউথইস্ট ব্যাংক, ছাগলনাইয়া শাখা, ফেনী। বিকাশ নাম্বার ০১৮১৭৩৫৫৪৮৯।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status