খেলা

‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ চ্যালেঞ্জে মুমিনুলের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

২৩ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের দামামা বাজছে ক্রিকেট বিশ্বে। টেস্ট খেলুড়ে দলগুলো ক্রিকেটের অভিজাত ফরম্যাটে নিজেদের এগিয়ে নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। নয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও আশা প্রকাশ করেছেন এখান থেকেই এবার টেস্টে উন্নতির পথ পাবে বাংলাদেশ। আগে বছরে দুটি বা একটি টেস্ট সিরিজ খেললেও এবার সেটি বেড়ে যাচ্ছে অনেকটাই। তাই টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিতরাও দারুণ মুখিয়ে আছেন সামনে অবারিত সুযোগ লুফে নিতে। বিশেষ করে বাংলাদেশের টেস্ট ক্রিকেটার হিসেবে নিজের নামের পাশে ট্রেডমার্ক নেয়া মুমিনুল হক দারুণ মুখিয়ে আছেন। ওয়ানডে বা টি-টোয়েন্টি তার খেলা হয় না জাতীয় দলের হয়ে। সারা বছর তেমন টেস্ট ম্যাচও থাকে না। তাই ঘরোয়া ক্রিকেট খেলেই তার প্রস্ততি চলে। ঘরোয়া ক্রিকেট খেলে প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও তেমন প্রভাব ফেলতে পারেন না তিনি। তাই টেস্ট খেলার সুযোগ বাড়ায় উচ্ছ্বাসটা তারও বেশি। গতকাল মুমিনুল হক বলেন, ‘এই জায়গায় মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। শারীরিকভাবেও সামর্থ্যবান হতে হয়। আশা করি আমার কোনো সমস্যা হবে না। এটায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কয়েকদিন আগে ভারতে আমি তিন-চারটা চারদিনের ম্যাচ খেলেছি। খেলার মধ্যে থাকলে বিষয়টা সহজ হয়। অতো কঠিন হয় না। জিনিসটা কঠিনভাবে নিলে কঠিন, সহজভাবে নিলে সহজ।’
নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের  টেস্ট চ্যাম্পিয়ানশিপ মিশন।  ভারতের মাটিতে টাইগাররা খেলবে দুটি টেস্ট ম্যাচ। অবশ্য তার আগেই টাইগারদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান দল। যা চ্যাম্পিয়ানশিপ মিশনের আগে টাইগারদের দারুণ কাজে আসবে বলেই মনে করেন মুমিনুল। ৩৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। সেখানে প্রথম চারদিন ক্রিকেটাররা নিজেদের ফিটনেসের উন্নতির জন্য ঘাম ঝরান। মুমিনুল বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয় ভালো একটি খেলা হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এতে ভালো প্রস্ততি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ঙ্কর।’
বুধবার থেকে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন নয়া প্রধান কোচ  রাসেল ক্রেগ ডমিঙ্গো। তার নজরও এই টেস্ট চ্যাম্পিয়ানশিপের দিকে। তবে গতকাল তার প্রথম কর্মদিবসে ক্রিকেটারদের সঙ্গে খুব একটা কথা হয়নি এসব নিয়ে। নয়া কোচের সঙ্গে আলাপচারিতা নিয়ে মুমিনুল বলেন, ‘মাঠের টেকনিক্যাল কোনো বিষয়ে কথা হয়নি। হাই-হ্যালো হয়েছে।’ ক্রিকেটারদের সঙ্গে প্রধান কোচের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের বেশ আশা থাকে গুরুর কাছে। তবে অনেক সময় দেখা যায় গুরুর সাড়া পাওয়া যায় না। যেমন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মুমিনুলের সম্পর্ক ভালো ছিল না তা ওপেন সিক্রেট। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে মুমিনুলকে দারুণ অবহেলা করেছেন তিনি। তাই নয়া কোচের কাছে হয়তো অন্য প্রত্যাশাই থাকবে তার। কি আশা করেন তিনি? মুমিনুল বলেন, ‘এখনো ওভাবে চিন্তা করিনি। সবার একজন ব্যক্তিগত কোচ থাকে। আমি ওনার কাছ থেকে সবকিছু নিবো, এমন না বিষয়টা। উনি যে পরামর্শ দেবেন, যেটা আমার জন্য দরকার সেটা নিবো। আর কোচ কি চাচ্ছেন ওটা চিন্তা না করে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যেমন আপনি যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং বোলিংয়ে ভালো করেন তাহলে দুনিয়ার যতই ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোক- আপনাকে এমনিতেই নিবে।’
মুমিনুল হক বলেন, ‘আমার মনে হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। কেননা টেস্ট ক্রিকেট আমাদের দেশে ওভাবে ফোকাস হয় না।’ তাই আপাতত বিপিএল নিয়ে ভাবছেন না মুমিনুল। তিনি বলেন, ‘বিপিএল না, আমি আপাতত ওভাবে চিন্তা করছি না। টেস্ট ক্রিকেটের জন্য সবসময় বসে থাকলে হয় না। যেসব জায়গায় উন্নতি দরকার সেখানে উন্নতি করতে আপনাকে অনুশীলন সবসময়ই চালিয়ে যেতে হবে। এ কারণেই আমি বাড়তি অনুশীলন করি। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে যদি আমি খুব ভালো গড় নিয়ে যাই, বা বিপিএলে ভালো অবস্থান নিয়ে যাই, যদি ভালো করতে পারি তাহলে ভালো একটা সুযোগ আছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status